সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বগুড়া’র আওতাধীন গাবতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ সভাপতি (ভারপ্রাপ্ত) হিসাবে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি ব্যবস্থাপনা কমিটির ডিরেক্টর মোমিনুল হক শিলুকে মনোনীত করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারী বিআরডিবি’র ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিআরডিবি ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আব্দুল বাছেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুন। আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আঃ হান্নান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল আলিম, আজগর আলী, আতাউর রহমান,খাদিজা বেগম ও আঞ্জুয়ারা বেগম। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি ব্যবস্থাপনা কমিটির ডিরেক্টর মোমিনুল হক শিলুকে সভাপতি (ভারপ্রাপ্ত) মনোনীত করা হয়।
Leave a Reply