Menu

গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু বিষয়ে সচেতনতা মুলক সভা

সোনাতলা সংবাদ ডটকম (আমিনুর ইসলাম, গাবতলী): বগুড়ার গাবতলী স্বাস্থ্য বিভাগ আয়োজিত নাসিং টেনিং সেন্টারে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীসহ সকল স্টাফদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বস্থ্য ও পঃ পঃ ডাঃ শারমীনা পারভীন। এসময় উপস্থিত ছিলেন, জুনিঃ কনঃ ইএনটি ডাঃ আব্দুল ওয়াহেদ, জুনিঃ কনঃ শিশু ডাঃ আহম্মেদ ফেরদৌস, জুনিঃ কনঃ গাইনি ডাঃ নিভারানী দাস, পুষ্টিবিদ ডাঃ এ এইচ এম মফিজুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আতাউর রহমান, তাপশ কুমার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মজিদ, সি এইচ সি পি মাহবুবুর রহমান, আব্দুর রাজ্জাক, প্রধান সহকারী আবু হেলাল, এম টি ই পি আই মাহফুজার রহমানসহ কর্মকর্তা কর্মচারী প্রমূখ। সভায় স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমীনা পারভীন জানান, উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সবধরনের প্রস্তুতি রয়েছে। সকলকে একযোগে ডেঙ্গু মোকাবেলায় কাজ করতে হবে।

No comments

Leave a Reply

seven + 18 =

সর্বশেষ সংবাদ