Menu

গাবতলী থানা ছাত্রদলের বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মাদ আবু মুসাঃ সুনামগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়ার প্রতিবাদে কেদ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গতকাল ২৪মার্চ/২১ বুধবার বগুড়ার গাবতলী থানা ও পৌর ছাত্রদলের উদ্যােগ বিক্ষােভ মিছিল বের করা হয়। শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষােভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন থানা ছাত্রদল নেতা মুনতাসির বিল্লাহ মুন। আরাে বক্তব্য রাখেন থানা ছাত্রদল নেতা এমআর হাসান পলাশ, পৌর ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম লুকু। এ সময় অন্যান্যদের মধ্য ছিলেন থানা ছাত্রদল নেতা সাখাওয়াত হােসেন, মাহমুদুল হাসান মােহন, এসএম রাঙ্গা, আবু নাছের, পৌর ছাত্রদল নেতা নাবিব হােসেন, সােহেল রানা, রাহাত রহমান, বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবদের মধ্য মােস্তাফিজার রহমান মােস্তা, দুলাল করিম, তমিরুল ইসলাম তকির, আল হাবিব, ডিটল মিয়া, রন্জু মিয়া, মহদী হাসান, রিপন মিয়া, শুভ প্রমূখ।

No comments

Leave a Reply

5 × four =

সর্বশেষ সংবাদ