Menu

গাবতলী থানা পরিদর্শনে ডিআইজি-বাতেনঃ পুলিশ ভাল কাজ করছে মিডিয়াকর্মীদের লিখনীর মাধ্যমে তা জানাতে হবে

আমিনুর ইসলামঃ রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন অভিমত ব্যক্ত করেছেন, বাংলাদেশ পুলিশ যে, ভাল কাজ করছে, জনগনকে সেবা দিচ্ছে তা মিডিয়া কর্মীদের লিখনীর মাধ্যমে সবাইকে তা জানাতে হবে। পুলিশ এখন জনগনকে সেবা দেয়ার জন্য প্রস্তুুত। পুলিশ দ্রুত সেবা দিয়ে জনগনের বন্ধু হিসাবে সবার সাথে মিলেমিশে থাকতে চায়।

তিনি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের জানান, বগুড়ার গাবতলী মডেল থানা চত্বরের বাহিরের দৃশ্য খুব পরিছন্ন। থানার সুন্দর্য বর্দ্ধনে বিভিন্নভাবে ফুটে তোলা হয়েছে। তিনি জানান, থানা চত্বরের বাহিরের দৃশ্যের মতো থানার ভেতরের দৃশ্য ও সকল কর্মকর্তাদের কর্মের স্বচ্ছতা আশা করেন তিনি।

১জুন মঙ্গলবার বেলা ১১ টায় গাবতলী মডেল থানা পরিদর্শন ও থানা চত্বর ঘুরে দেখেন। এসময় বগুড়া জেলা পুলিশ সুপার আশরাফ আলী ভুঞা বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল মোছাঃ সাবিনা ইয়াস মিন, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলাসহ সকল ষ্টাফ ও ফোর্স এসময় উপস্থিত ছিলেন।

ডিআইজি আব্দুল বাতেন থানা চত্বরের ও থানার প্রতিটি কক্ষ ঘুরে ঘুরে দেখেন ও সুন্দর্য গুলো অবলকন করেন।

No comments

Leave a Reply

10 + eleven =

সর্বশেষ সংবাদ