সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে বহুতল ভবন নিমার্ণ কাজের অনিয়মের কারনে কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়ারেছ আনসারী। গতকাল বুধবার তিনি ওই বিদ্যালয়ে ছাদ ঢালাই কাজের উদ্ধোধন করতে গিয়ে অনিয়ম দেখতে পেয়ে উদ্ধোধন না করে কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক এর সাথে কথা বললে তিনিও অনিয়মের কথা উল্লেখ করে বলেন ঠিকাদার মেজবাহুল হক জুলু তিনি না আসলেও তার নিজস্ব লোক দিয়ে নিমার্ণ কাজটি করছেন। তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে নিমার্ণ কাজের কিছু ক্রটি পাওয়ায় কাজটি বন্ধ করে দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়ারেছ আনসারীর সাথে কথা বললে তিনি এই প্রতিবেদককে জানান, কিছু ক্রটির কারনে আপাতত নিমার্ণ কাজটি বন্ধ রাখতে বলেছি। তবে ক্রটি থেকে সংশোধন হয়ে সঠিকভাবে কাজ করতে হবে। ঠিকাদার মেজবাহুল হক জুলু’র সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, ছাদ ঢালাই কাজে খোয়ার সাথে কিছুটা ধুলা-বালু পাওয়ার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়ারেছ আনসারী আমাদের লোকজনকে আপাতত কাজটি বন্ধ রাখতে বলেছেন। তবে তিনি (ঠিকাদার) নিমার্ণ কজের অনিয়মের বিষয়টি অস্বীকার করেছেন। গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুস ছালাম ভূলন সাংবাদিকদের জানিয়েছেন, বিদ্যালয়ের বহুতল ভবন ছাদ ঢালাই নিমার্ণ কাজের অনিয়মের কারনে কাজটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্ধ করে দিয়েছেন বলে আমি শুনেছি।
Leave a Reply