Menu

গাবতলী পাইলট হাইস্কুলে কম্পিউটার কক্ষে আগুন

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার কক্ষে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগে আড়াই লক্ষ টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার কক্ষে প্রতিদিনের ন্যায় তালা লাগিয়ে রাখা হয়। যে সময় কম্পিউটার ক্লাস হয় তখন শুধু খোলা রাখা হয়। গতকাল বুধবার দুপুরে কম্পিউটার কক্ষে তালা লাগানো অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ কর্মচারী ও ছাত্ররা এসে আগুন নিভানোর চেষ্টা করে। এরপর এসে আগুন নিভানোর কাজে যোগ দেয় গাবতলী ফায়ার সার্ভিস। কিন্তু ততোক্ষনে ৫টি কম্পিউটার সেট, ৫টি টেবিল, ১টি প্রেজেক্টর, ১টি ল্যাপটপ, ৫টি কি বোর্ড, ৩ টি বড়-ছোট ফ্যান ও কয়েক সেট সাউন্ড বক্স এবং বৈদ্যুতিক তার পুড়ে গেছে বলে প্রধান শিক্ষক এমদাদুল হক জানান। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

No comments

Leave a Reply

eighteen + twelve =

সর্বশেষ সংবাদ