সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলী পৌর সভার এমএলএসএস (পিয়ন) শাহজাহান আলী ব্রেন ষ্টোক করে দীর্ঘ ২৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত রোববার রাত আনুমানিক ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না—- রাজিউন। মুত্যুকালে তার বয়স হয়ে ছিল ৩৪বছর। তিনি মা, ভাই, বোনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ যোহর গাবতলী পাইলট হাইস্কুল মাঠে তার প্রথম নামাজে জানাজ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় পৌর এলাকার খলিশাকুড়া তার নিজ গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়ে ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অপর দিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র সাইফুল ইসলামসহ কাউন্সিলরবৃন্দ, পৌর সচিব ও কর্মকর্তা-কর্মচারীগণ।
Leave a Reply