Menu

গাবতলী প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সিআইজিদের নিয়ে খামারী সমাবেশ

সোনাতলা সংবাদ ডটকম (গাবতলী প্রতিনিধি): বগুড়ার গাবতলী প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় সিআইজি নন সিআইজি সদস্যদের নিয়ে গতকাল শনিবার খামারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার।
ন্যাশনাল এগ্রিকালচার টেকনেলজি প্রোগ্রাম ফেজ-প্রজেক্ট (এনএটিপি-২)’র আওতায় সমাবেশে গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, অন্যদের মধ্য বক্তব্য রাখেন, ভি এস শাহ আলম, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ খোরশেদ আলম, প্রকল্প ফল্ড এ্যাসিটেন্ট সোহেল রানা, সিআইজ আব্দুর রশিদ সিল, লতিফুল বারী লাভলু সিল, পল্লি প্রাণি চিকিৎসক মেহেদী হাসান লতিফ প্রমূখ। খামারী সমাবেশে চকবোচাই, উঞ্চরকী, বাইগুনি, পদ্মপাড়া গ্রামের সিআইজি সদস্যরা অংশ গ্রহন করেন।

No comments

Leave a Reply

one + thirteen =

সর্বশেষ সংবাদ