Menu

গাবতলী প্রেসক্লাবের কমিটি গঠনঃএনামুল সভাপতি, সাব্বির সম্পাদক নির্বাচিত

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): শুক্রবার বগুড়ার গাবতলী প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে এক সাধারণ সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল বারীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মিলন, এম ফজলুল হক বাবলু, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল করিম আকন্দ, রেজাউল করিম, এসএম কাওছার, শফিকুল আলম বুলবুল, ওয়ায়েজ রেজা, এনামুল হক, মুহাম্মাদ আবু মুসা, জাহাঙ্গীর আলম লাকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান রানা, যুগ্ম সম্পাদক সাব্বির হাসান, কোষাধ্যক্ষ আল আমিন, সদস্য নজরুল ইসলাম খান, আতাউর রহমান, আমিমুল এহসান শামীম, রেজাউল করিম সুজন, নাছের মাহমুদ মানিক ও রনি সরকার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এনামুল হক (দৈনিক করতোয়া)কে সভাপতি, মুহাম্মাদ আবু মুসা (ভোরের কাগজ) ও জাহাঙ্গীর আলম লাকী (সকলের খবর)কে সহ-সভাপতি, সাব্বির হাসান (দৈনিক চাঁদনী বাজার)কে সাধারণ সম্পাদক, আল আমিন (ইনকিলাব)কে যুগ্ম-সম্পাদক, আতাউর রহমান (প্রভাতের আলো)কে কোষাধ্যক্ষ, রায়হান রানা (মুক্ত সকাল), ইসলাম রফিক ও আব্দুল করিম আকন্দকে কার্যনির্বাহী সদস্য করে ৯সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

No comments

Leave a Reply

3 × four =

সর্বশেষ সংবাদ

নির্বাচিত সংবাদ