Menu

গাবতলী মডেল থানার এসআই কান্তি জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পেলেন

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, গাবতলী বগুড়া): বগুড়ার গাবতলী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কান্তি কুমার মোদক (চৌকস কার্য সম্পাদন করায়) জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছে।

গতকাল শনিবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন মিলানায়তনে মাসিক কল্যাণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার।

এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় গত নভেম্বর মাসে অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শক (ওসি), উপ-পুলিশ পরিদর্শক (এসআই), সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) তাঁদের কাজের অগ্রগতি পর্যালোচনা করে বেশ কয়েকজনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।

এদের মধ্যে গাবতলী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কান্তি কুমার মোদককেও (চৌকস কার্য সম্পাদন করায়) জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছে। ফলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার।

No comments

Leave a Reply

sixteen + 14 =

সর্বশেষ সংবাদ