সোনাতলা সংবাদ ডটকম (গাবতলী প্রতিনিধি): বগুড়ার-গাবতলী-মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে ২১ জানুয়ারী সোমবার ২০১৯ তারিখে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকপুর্নভাবে পালন করা হয়েছে। ১মন ওজনের কেক কর্তৃন শেষে রংবেরঙের বেলুর উড়িয়ে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়ারেছ আনছারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল তাপস কুমার পাল, গাবতলী মডেল থানার ওসি মোঃ সেলিম হোসেন, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিমদ্দীন খাজা, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল হাসান মোঃ আশরাফুদ্দৌলা। প্রধান শিক্ষিকা রোজীনা আকতার নাইছ, প্রতিষ্ঠানের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিরুল মোমিন (মুক্তা), উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা টি, এম, মুসা পেস্তা, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ, টি, এম আমিরুল ইসলাম মুকুল, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী, কোষাধক্ষ্য বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আলী, বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম (ভোলা), বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ঝিনু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সোবাহান বুলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন আলী,উপজেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, শিক্ষক তৈৗফিকুর রহমান, মাহফুজার রহমান, রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাগন ও শিক্ষক অভিভাবক এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply