Menu

গাবতলী সদর ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগঃ মামলা দায়েরের প্রস্তুতি

সোনাতলা সংবাদ ডটকম (মুহাম্মাদ আবু মুসা): বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন খান এর সারোটিয়া বাড়িতে কে বা কাহারা অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পূর্ব শুত্রæতার জের ধরে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটানো হয় বলে চেয়ারম্যান আলমগীর হোসেন খান ও তাঁর পরিবার অভিযোগ করেন। তাঁরা আরো অভিযোগ করেন দুর্বৃত্তরা পরিকল্পনা করে অগ্নি সংযোগ করে আমাদেরকে হত্যা করতে চেয়ে ছিল।

অগ্নিকান্ডের ঘটনাটি এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানার ওসি সাবের রেজা আহম্মেদ এর সাথে কথা বললে তিনি জানান, অগ্নিকান্ডের ঘটনাটি আমরা রাত আনুমানিক দেড়টায় জানতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনি আরো জানান, এ সংক্রান্ত কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি, পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

No comments

Leave a Reply

2 × 4 =

সর্বশেষ সংবাদ