Menu

গাবতলী সরকারী কলেজের সরস্বতী পূজা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, গাবতলী প্রতিনিধি): বগুড়ার গাবতলী সরকারী ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা জলিলুর রহমান, আহবায়ক তনুশ্রী পাল, অবসরপ্রাপ্ত প্রভাষক সলিল চন্দ্র পাল, প্রভাষক শাহিনুর রহমান, গাবতলী কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি রণজিৎ চৌধুরী, থানার এএসআই প্রদীপ কুমার সাহা, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেব, ধীরেন রাজভর, চন্দনা পাল, চৈতি পাল, দিশা মূখার্জী, দুলালী প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন স্বাগতা, পারমিতা, পুষ্পরঞ্জন, অমূল্য চন্দ্র, লোপামূদ্রা, সিংহ,ভাগীরথী রায়, সুজন কুমার, মুক্তি চক্রবর্তী ও কবিতা রায়।

No comments

Leave a Reply

15 − 3 =

সর্বশেষ সংবাদ