সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এসএসসি দেওয়া এক ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে অপহরণ করে গাজীপুরে আটকে রাখার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই ছাত্রীকে আটকে রেখে তিন মাস ধরে গণধর্ষণেরও অভিযোগ রয়েছে।
রোববার অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০ ফ্রেব্রুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে সিরাজুল ও তার সহযোগীরা। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ তিনমাস পর পুলিশ গাজীপুর থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী ও ধর্ষণের ঘটনার মূল আসামি সিরাজুল ইসলামকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply