Menu

চলন্ত ট্রেনে জন্ম শিশু পুত্রের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা কমান্ড্যান্ট

পাভেল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধিঃ চলন্ত এক্সপ্র্রেস ট্রেনের মধ্যে গত রবিবার গভীর রাতে শিশু পুত্রের জন্ম দিলেন এক মহিলা। এদিন রাত্রী ১১ ঘটিকায় গর্ভবতী মহিলা মোছাঃ নবীয়া বেগম ও স্বামী ছকমাল মিয়া রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে উঠেন। ট্রেনে ওঠার কিছু সময় পরই নবীয়ার প্রসব বেদনা ওঠে এবং চলন্ত ট্রেনেই এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। সুস্থ অবস্থায় প্রসব পরবর্তী যতেœর জন্য নবীয়া ও সদ্যজাত শিশুকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মুহাম্মদ মেহেদী হাসান পিএএম মিডিয়ার মাধ্যমে ঘটনাটি জানতে পেলে ছুটে যান হাসপাতালে, কথা বলেন শিশুটির বাবা-মার সঙ্গে, খোজ খবর নেন সদ্যজাত শিশুর শারিরীক অবস্থার, আর কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। সদ্যেজাত শিশুটি সুস্থ-সবল ও মায়ের শারিরীক সুস্থতা কামনা করে তাদেরকে পোশাকাদি, শীতবস্ত্র এবং আর্থিক সহযোগীতা করেন। পাশাপাশি ঐ পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য তাদের পাশে থাকার আশ্বাস দেন। ভুক্তভোগী পরিবারের বিভিন্ন মহল থেকে আর্থিক সাহায্য পাওয়া অর্থ নবজাতকের বাবার নিজের কাছে গচ্ছিত রাখতে নিরাপদ মনে না করায় উক্ত অর্থ নিরাপদে তার বাসায় পৌছে দেওয়ার ব্যবস্থা করেন।

No comments

Leave a Reply

one × 5 =

সর্বশেষ সংবাদ