সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ সারা দেশে পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালন হলেও আজ বুধবার রোজা করেছেন বরিশালের গৌরনদী উপজেলার ২০টি গ্রামের প্রায় এক হাজার দুইশ নারী-পুরুষ। গতকাল মঙ্গলবার ইসলামি ফাউন্ডেশনের ঈদের ঘোষণার পরও আজ রোজা করেন তারা। আগামীকাল বৃহস্পতিবার ঈদ পালন করবেন ওই গ্রামের মানুষরা।
গৌরনদীর বাঙ্গিলা হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান মাওলানা আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাদিসে আছে, “চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ পালন করো।” কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথম ঘোষণা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ঠিক থাকলেও রাত ১১টার ঘোষণা সঠিক হয়নি। তাই কোরআন ও সুন্নাহতে বিশ্বাস করে আমরা রোজা রেখেছি।’
উপজেলার ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড় কসবা, চেংগুটিয়াসহ ২০টি গ্রামের মানুষ বুধবার ভোররাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন। তার মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররও রোজা পালন করেছেন। থাসময়ে ইফতার করে ৩০ রোজা পূর্ণ করেছেন, আগামীকাল পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্যে ঈদ উৎসব পালন করবেন তারা।-দৈনিক আমাদের সময়
Leave a Reply