Menu

চাপাইনবাবগঞ্জের সুজন নেতা এ্যাডঃ সৈয়দ শাহজামাল মারা গেছেনঃ বগুড়া ও গাবতলী নেতৃবৃন্দের শোক

সোনাতলা সংবাদ ডটকম (প্রেস রিলিজ): সুজন-সুশাসনের জন্য নাগরিক চাপাইনবাবগঞ্জ জেলা সভাপতি এ্যাডঃ সৈয়দ শাহজামাল গত শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন ইন্না—- রাজিউন। চাপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাস যোগে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার হতেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই সুজন নেতাসহ মাইক্রোবাসের চালকও মারা যান বলে জানা গেছে। এ দিকে সুজন নেতা এ্যাডঃ সৈয়দ শাহজামাল এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা ও গাবতলী উপজেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সুজন বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক সেলিম রেজা সানু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ। সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়ার গাবতলী উপজেলা কমিটির সভাপতি প্রফেসর এম এ জলিল, সহ-সভাপতি ডাঃ মোস্তফা কামাল, সাজেদুর রহমান মোহন, মাহবুবুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক নাসরীন সুলতানা, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলুসহ অন্যান্য সদস্যবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁদের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

No comments

Leave a Reply

15 − eight =

সর্বশেষ সংবাদ