সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়া জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, গাবতলীবাসীর সার্বিক উন্নয়নে আ’লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিনকে বিজয়ী করুন। দলমত নির্বিশেষে আপনারা রবিনকে নির্বাচিত করলে একজন খাদেম পাবেন। যে সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। গতকাল বৃহস্পতিবার গাবতলীর দুর্গাহাট ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠুর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আজাহার আলী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মাদ কুড়ানু, জাতীয় পার্টির নেতা খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইন, সাধারণ সম্পাদক রোহন, ছাত্রলীগ নেতা রয়েল, ছঈম সরকার প্রমুখ। সভা পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল মন্ডল।
Leave a Reply