Menu

দেশের আলোচিত চিত্রনায়িকা হ্যাপির বদলে যাওয়া জিবনের গল্প নিয়ে লেখা বই আসছে সোনাতলার ইসলামি বই মেলায়

সোনাতলা সংবাদ ডটকম (প্রেস রিলিজ): নায়িকা_হ্যাপিকে চিনে না, অন্তত সোসাল মিডিয়ায় মনে হয় এরকম মানুষ খুঁজে পাওয়া কষ্ট হবে। হ্যা সত্তি সত্তি চলচিত্র জগতে একসময়কার মঞ্চ কাপানো চিত্র নায়িকা হ্যাপির কথা বলছি।
কে কখন কিভাবে হেদায়াত প্রাপ্ত হয় বলা যায় না। যে ব্যক্তি দুনিয়ার সব থেকে খারাপ মানুষ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে, সেই যে একদিন সবথেকে ভাল মানুষ হয়ে ওঠবে না তার কি গ্যারান্টি আছে? অনেক সময় আমাদের চর্মচক্ষুতে কতেক মানুষকে দেখলে এতটাই ঘৃর্ণা জন্মে যে, মনে হয় আল্লাহ কেন খামাখা এরে বাচিয়ে রেখেছে? অথচ দেখা যায় হয়তবা সেই ব্যক্তিটিও একদিন এমন আল্লাহওয়ালা হয়ে গেছে, যার সামনে গেলে এখন নিজের ইমান আমলের দূর্বলতার কারনে নিজেকেই লজ্জা লাগে। এরকম নজির দুনিয়ার ইতিহাসে কম নেই।
হ্যা আজ এমনি এক নারীর বদলে যাওয়া জিবনের কথা বলছি। নায়িকা হ্যাপি। এসব রঙ্গিন জগতের জিবন যে কতটা ধর্ম-বিমূখ, অশ্লীলতায় পরিপূর্ণ তা মনে হয় এজযুগের মানুষদের কাছে আর নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। সেই জিবন থেকে সম্পূর্ন বদলে যাওয়া আল্লাহর রঙ্গে রঙ্গিন হওয়া বর্তমান সময়ের বাস্তব উদাহরন এক বোনের নাম #আমাতুল্লাহ। হ্যা এখন সে আমাতুল্লাহ। হ্যাপি নাম পরিবর্তন করে হয়েগেছেন আল্লাহর প্রিয় বান্দি আমাতুল্লাহ।
আর সেই বদলে যাওয়া জিবনের উপর তারই নিজের বর্ননাকে তুলে ধরা এক বইয়ের নাম #হ্যাপি_থেকে_আমাতুল্লাহ। বইটি পাবেন আমাদের বই মেলায়।
এরকম সাড়াজাগানো আরও অনেক বই থাকছে এবারের #ইসলামী_বই_মেলা, সোনাতলা, বগুড়ায়।

No comments

Leave a Reply

1 + four =

সর্বশেষ সংবাদ