সোনাতলা সংবাদ ডটকম (সাঘাটা সংবাদদাতা): কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। এ কারণে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়ন শীল দেশ হিসেবে মর্যাদা লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত গাইবান্ধার বালাসি-বাহদুরাবাদের মধ্যে টানেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই টানেল নির্মাণ সম্পন্ন হলে ঢাকা, চট্টগ্রামের সাথে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি উত্তরাঞ্চল অর্থনীতিতে সমৃদ্ধি লাভ করবে। পরিশেষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ এস এম সামশীল আরেফিন টিটুকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান। গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সাঘাটা উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ্যাড. এ এস এম শামসীল আরেফিন টিটু, তথ্য ও গবেষণা সম্পাদক মোকছেদুল হাসান সাজু, যুব ও ক্রীড়া সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান শিপন, ভরতখালীন ইউপি চেয়ারম্যান সামশীল আজাদ শীতল, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ প্রধান, সাবেক চেয়ারম্যান আহসান কবির, জুমারবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম , কামালেরপাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু, কামালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কদ্দুছ মন্ডল, জুমারবাড়ী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক রোস্তম আলী, সেচ্ছা সেবক লীগ আহবায়ক খন্দকার ইকবাল হোসেন, ঢাকা পলিটেকনিক ছাত্রলীগ উপ-আইন বিষয়ক সম্পাদক শাকিল তালুকদার, ছাত্র নেতা ফজলে রাব্বী।
Leave a Reply