Menu

নারী ও শিশু নির্যাতন বন্ধে সবাইকে সচেতন হতে হবে -সিনিঃ এএসপি হেলেনা

সোনাতলা সংবাদ ডটকম (শিবগঞ্জ প্রতিনিধি): নারী ও শিশু নির্যাতন বন্ধ হলে দেশ সামনে এগিয়ে যাবে, নারীর ক্ষমতায়ন হলে পরিবার উপকৃত হবে। কিন্তু সমাজে নারীদেরকে অনেক ক্ষেত্রে অবহেলা করা হয় ফলে বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌন হয়রানি ও যৌতুকেক মতো কুপ্রথা সমাজকে ঘিরে রেখেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে সচেতন হতে হবে। তিনি রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বাকসন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুরে স্টপ জিবিভি প্রকল্পের আওতায় ও জেলা পুলিশ বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য হেলেনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার,বগুড়া উপরোক্ত কথাগুলো বলেন। ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রুপমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তামিমা নাছরিন, ইউএনএফপিএ এর বগুড়া জেলা প্রতিনিধি। এসময় আরোও বক্তব্য রাখেন মিজানুর রহমান, অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা, ওসি (অপারেশন) নান্নু খান, আমিনউল্লাহ, সুপার বাকসন মাদ্রাসা, মশিউর রহমান, প্রধান শিক্ষক, বাকসন সরঃ প্রাথমিক বিদ্যালয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীবৃন্দ। সভায় সকলে নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠর আইনী ব্যবস্থা গ্রহনের উপর জোর দেন।

No comments

Leave a Reply

eight + 12 =

সর্বশেষ সংবাদ