সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, হাজার মাইল দূর থেকে এসেছে নৌকা প্রতিকের প্রার্থীকে ভোট দিতে ও বিজয়ী করতে। শেখ হাসিনার সরকারের হাতকে শক্তিশালী করতে নেতা কর্মিদের মধ্যে সবাই মিলে ঐক্য হয়ে কাজ করতে হবে।
তিনি আজ শনিবার বগুড়ার সোনাতলা পৌর অডিটোরিয়ামে আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঘনের উদ্দেগে সমাবেশে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিয়াউল করিম শ্যাম্পু’র সভাপতিতেত্ব কর্মি সমাবেশের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নৌকার মনোনীত প্রার্থী এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বুলু, অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঘনিক নবীন আনোয়ার কমরেড,সহ-সভাপতি রোস্তম আলী মন্ডল, শামসুল হক , শাহিদুল বারী খান রব্বানী, তাহেরুল ইসলাম, ভাইস চেয়্যারম্যান প্রার্থী মেজবাউল হক জুলু, জাকির হোসেন,মহিলা ভাইস চেয়্যারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসান কবীর, যুবলীগ নেতা ফিদা হাসান খান টিুটো, ফরহাদ হোসেন জুয়েল,তৌহিদুল ইসলাম মিলন, শাহনেওয়াজ তালুকদার বাবু, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রতন, আবু নায়েছ নাহিদ আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply