Menu

পলাশবাড়ীতে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মাছ

সোনাতলা সংবাদ ডটকম (বায়েজীদ, গাইবান্ধা প্রতিনিধি): গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে প্রায় আড়াইশ গ্রামওজনের একটি অচেনা মাছ ধরা পড়েছে।

সরেজমিনে প্রকাশ, ওই গ্রামের পূর্ব পাড়ার মোঃ সাদেক আলীর ছেলে আবদুর রহমান বিপুল (৩০) বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুর ২ টার দিকে বাড়ির পাশের খুঁটিকুমার্নী বিলে মুঠো, খেওয়াল, ফিকা, তৌরা জাল নিয়ে মাছ ধরতে যায়।

এক পর্যায়ে বিপুলের মুঠিজালে একটি দেখতে ইটা মাছের মতো অচেনা একটি মাছ ধরা পড়ে।

মাছটা দেখতে কিছুটা ইটা মাছের মতো, ওজন আড়াইশো গ্রামের মতো এবং মুখ মাথার নিচে, মাছের রং সৌন্দর্য মন্ডিত সোনালী রং ধারণকৃত, মাছের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খসখসে।

মাছটা বর্তমানে বিপুলের বাড়িতে পানির ভিতর সংরক্ষণ করে রাখা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মাছটা জীবিত আছে।

আর এ মাছ দেখার জন্য স্থানীয় নারী পুরুষসহ বিভিন্ন বয়সের লোকজন ওই বাড়িতে ভীড় জমাচ্ছে। তবে মাছটির প্রকৃত কোন জাতের মাছ তা কেউ বলতে পারেনি।

No comments

Leave a Reply

seventeen − 9 =

সর্বশেষ সংবাদ