Menu

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্লোবাল হেল্থ একাডেমী ইউএসএ’র সমঝোতা স্মারক স্বাক্ষর

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): গ্লোবাল হেল্থ একাডেমী ইউএসএ‘র সঙ্গে শিক্ষা ও গবেষণা বিষয়ে গতকাল রবিবার পুন্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বগুড়ায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের ফলে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে আমেরিকা ইউনিভার্সিটি অব পর্তুরিকোয় পড়াশুনার সুযোগ পাবে। এছাড়াও যে কোন শিক্ষার্থী এইচএসসি পাশ করার পর পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পর্তুরিকো বিশ্ববিদ্যালয়ে অল্প ব্যয়ে অধ্যায়নের সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও জ্ঞান চর্চায় উভয় ক্যাম্পাসে গবেষণা কার্যক্রম চালাতে পারবে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গ্লোবাল হেল্থ একাডেমীর প্রেসিডেন্ট ও সিইও আতিকুর রহমান এবং পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্টার ড. মসলেম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, চীফ ট্রাস্টিজ এক্সিকিউটিভ ডাঃ মতিউর রহমান, সদস্য প্রফেসর ড. বিজয় প্রসাদ বড়–য়া, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ, কে, এম আজাদ-উদ-দৌলা প্রধান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।

No comments

Leave a Reply

one × four =

সর্বশেষ সংবাদ