Menu

প্রতি উপজেলা থেকে কর্মসংস্থানের লক্ষ্যে ১ হাজার মানুষকে বিদেশ পাঠানো হবেঃ সোনাতলায় প্রেস ব্রিফিং

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বৃহস্পতিবার বেলা ১১ টায় সোনাতলা উপজেলা পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতি উপজেলা হতে বছরে গড়ে ১ হাজার জন দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থাকরণের লক্ষ্যে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিটিসি’র সিনিয়র ইন্সট্রাক্টর আব্দুর রশিদ মোল্লা ও মোঃ হুমায়ন কবীর।

অনুষ্ঠানে সাংবাদিকরা এ সংক্রান্ত নানা প্রশ্ন উত্থাপন করলে আয়োজক কর্তৃপক্ষ প্রশ্নগুলোর উত্তর দেন। সেমিনারে বক্তব্য রাখেন প্রফেসর রফিকুল আলম বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংবাদিক ইমরান হোসাইন লিখন ও আল মামুন।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাংবাদিক লতিপুল ইসলামসহ সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

No comments

Leave a Reply

20 + 3 =

সর্বশেষ সংবাদ