Menu

প্রতীক বরাদ্দ পেলেন বগুড়া-১ আসনের প্রার্থীরা

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনে প্রতিদ্ব›দ্বী ছয় প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধান দুই দলের প্রার্থী দলীয় প্রতীকই বরাদ্দ পেয়েছেন।

 

প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নানের সহধর্মিণী আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নান দলীয় প্রতীক নৌকা এবং বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করবেন।

 

সোমবার সকাল ১১টার সময় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন বগুড়ার ডিসি মো. ফয়েজ আহাম্মদ। এ সময় এসপি আলী আশরাফ ভুঞা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

অন্যদের মধ্যে জাতীয় পার্টি প্রার্থী মোকছেদুল আলম লাঙ্গল, খেলাফত আন্দোলনের মো. নজরুল ইসলাম বটগাছ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) প্রার্থী মো. রনি বাঘ ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীক পান।

No comments

Leave a Reply

2 − two =

সর্বশেষ সংবাদ