Menu

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে বউয়ের ইন্তেকালঃ বাগবাড়ীতে স্বামীর কবরের পাশে দাফন

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, গাবতলী): প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাগ্নে মরহুম কৃষিবিদ আমিনুর রহমান ননীর স্ত্রী দিল আফরুজা বেগম (৭৫) ঢাকা ইবনে সিনা হাসপাতালে কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১.৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নিলিল্লাহী—–রাজিউন।

মরহুমা দিল আফরুজা বেগম গাবতলী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরেফুর রহমান বাদশা তালুকদারের ছোট বোন এবং বিশিষ্ট ব্যবসায়ী জিয়া পরিবারের সদস্য আশিকুর রহমান সুজন ও আহসানুর নয়নের মা।

মৃতকালে তিনি ২ ছেলে ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণোগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আছর বগুড়া গাবতলীর বাগবাড়ী জিয়াবাড়ীতে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে দাফন সম্পন্ন করা হয়।

জানাজা নামাজে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। জানাজা নামাজে ইমামতি করেন বাগবাড়ী মসজিদের ইমাম হামিদুল ইসলাম। আগামী শুক্রবার বাদ জুম্মা বাগবাড়ী এবং সোন্দাবাড়ী রাহমানিয়া ও এতিমখানা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

No comments

Leave a Reply

nineteen − eighteen =

সর্বশেষ সংবাদ