সোনাতলা সংবাদ ডটকম (প্রেস রিলিজ): আজ শনিবার বগুড়ার রহমান নগরস্থ(জেলা খাদ্যভবনের পিছনে) ইক্বরা মডেল মাদরাসায় (প্লে- ৮ম শ্রণির) শিক্ষার্থীদের ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, হেকিম ওহেদুল ইসলাম। সে সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা ম-লীর সদস্য হুমায়ন কবির সাগর, সাংবাদিক প্রভাষক শফিকুল ইসলাম, অধ্যক্ষ খাইরুল ইসলাম, উপাধ্যক্ষ তোজাম্মেল হক, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক নাঈম নিজাম, মোৎমাইন্না বানু তানভির, শিরিন আক্তার প্রমূখ।
Leave a Reply