Menu

বগুড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সোনাতলা সংবাদ ডটকম (পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার): বগুড়ায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দুস্থ ও শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা কমান্ড্যান্টের কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন বগুড়া জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মুহাম্মদ মেহেদী হাসান পিএএম।
তিনি বলেন, আনসার ও ভিডিপি দেশের যেকোনো দুর্যোগে সর্বদা ঝাঁপিয়ে পড়ে। প্রবাহমান শৈত্যপ্রবাহে দরিদ্র, দুস্থরা কষ্টে রয়েছেন। অসহায় ও দুঃস্থ মানুষেরা যেন এই শীতে কষ্ট না পায় সেজন্য আমাদের এ প্রচেষ্টা। তাদের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা সবসময় তাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
 এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ হাসেম আলীসহ বিভিন্ন পর্যায়ের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments

Leave a Reply

3 × 1 =

সর্বশেষ সংবাদ