সোনাতলা সংবাদ ডটকম (প্রেস রিলিজ): জাতীয় সাংবাদিক সংস্থা’র ৩৭তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে গতকাল শনিবার সাংবাদিক সংস্থা’র বগুড়া জেলা কমিটির উদ্যোগে শীতবন্ত্র (জ্যাকেট) বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে সমাজসেবক মাহবুবর রহমান ছোটন প্রদত্ত শীতবন্ত্র (জ্যাকেট) শহরের ফুলবাড়ী দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করেন দৈনিক বগুড়ার সম্পাদক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা মালিক সমিতির পরিচালক এবং বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ¦ রেজাউল করিম বাদশা। পরে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংস্থা’র জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ মালেক সরকার মালু মাষ্টার, শহরের ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর টিপু সুলতান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ মিঠন, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সমাজসেবক শিবলী সাদিক মানিক, রাজু হোসেন পাইকাড়, ফুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইলিয়াস হোসেন চঞ্চল, প্রধান শিক্ষক মাহমুদা বানু। অন্যান্যদের মধ্য ছিলেন গাবতলী প্রতিবন্ধী স্কুলের সভাপতি ফজলুল হক বাবলু, সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম শফিক, তৌফিক হাসান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য পলাশ মন্ডল, আঃ সোবাহান, আমেনা বেগম সাথী, সহকারী শিক্ষক মর্জিনা বেগম, মাস্তুরা বেগম, নুর-ই- আফছা নীলিমা, রোকশানা রাহাত, রাজিয়া আফরোজ, নূসরত ফারহানা, জেনিচ আফরিন, সাদিয়া ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ রেজাউল করিম বাদশা বলেন, সাংবাদিকরা দেশকে এগিয়ে নিতে লেখনীর মাধ্যমে কাজ করছেন। সার্বিক ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করে থাকেন সমাজের বেবেক সাংবাদিকরাই। পরিশেষে সাগর-রুনিসহ হত্যা হওয়া এবং সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
Leave a Reply