সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ার টিএমএসএস’র মম ইন বিনোদন পার্কে টিএমএসএস আর্ট এ্যান্ড কালচারাল একাডেমীর উদ্যোগে মেঠোসুর সঙ্গীত শিল্পী অন্বেষণ-২০১৯ “তুমি গায়ক” প্রতিযোগীতার বেলুন উড়িয়ে উদ্বোধন করেছেন বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম। প্রধান অতিথির বক্তব্যে তিনি (পুলিশ সুপার) বলেন এই প্রতিযোগীতা প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের তুলে আনতে সহযোগীতা করবে। তাদের প্রতিভার বিকাশ ঘটবে। তৃণমূলের অবহেলিত শিল্পীরা এ প্রতিযোগীতার মাধ্যমে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে। এ সুযোগ সৃষ্টি করায় টিএমএসএস কর্র্তৃপক্ষকে তিনি আন্তরিক ভাবে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. মোঃ এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। অতিথিদের ব্যাচ পরিয়ে দেন টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম। স্বাগত বক্তব্য রাখেন হাজী দানেশ কলেজের শিক্ষক মোঃ নজরুল ইসলাম। গতকাল প্রথম দিনে আবেদনকৃতদের মধ্য থেকে ৫০ জন শিল্পী বাছাই প্রক্রিয়ার প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্য থেকে বাছাইকৃত ২০ জন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। আগামী ১০ ফেব্রুয়ারী পর্যন্ত শিল্পীরা আবেদন করতে পারবেন। টিএমএসএস এর আজীবন সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট শক্তিশালী বিচারক প্যানেল প্রতিযোগীতার বিচারকের দায়িত্ব পালন করছেন।
Leave a Reply