Menu

বগুড়ায় তথ্য অধিকার দিবস উপলক্ষে সুজন এর সভায় এসপি সুদীপ কুমার

মুহাম্মাদ আবু মুসাঃ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস/২১ উপলক্ষে গতকাল সােমবার সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির উদ্যােগে শহরের নবাববাড়ী টিএমএসএম মহিলা মার্কেটে কমিউনিটি সেন্টারে এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি হাফিজুর রহমান মটু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। আরাে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া সম^িত দূর্নীতি দমন (দুদক) এর উপ-পরিচালক মনিরুজ্জামান, জেলা সিনিয়র তথ্য অফিসার কবির উদ্দিন, সােনাতলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সুজন এর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লেবু, সাংবাদিক আল আমিন মন্ডল। সংগঠনের জেলা সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন ও যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ এর পরিচালনায় অন্যান্যদের মধ্য ছিলেন বগুড়ায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সহ-সভাপতি মাহমুদা খানম, সাধারণ সম্পাদক মঞ্জুরী ইসলাম, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা ও উপজেলা কমিটির সেলিম রেজা সানু, মনােয়ারা বেগম শিল্পী, নাসরিন পানা, শাকিল আহম্মদ চৌধুরী রনি, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মাহবুবুর রহমান চপল, শফিকুর রহমান, সাজেদুর রহমান মােহন, মুহাম্মাদ আবু মুসা, মাসুম মিয়া, আব্দুস ছাত্তার, আব্দুল ওয়াদুদ, সাজেদুর রহমান সবুজ, আনিছুর রহমান, নুর হাবিব, রেজাউল করিম রেজা, ইউনুছ উদ্দীন, শিবলু প্রমূখ। সভা শেষে করােনায় বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা স্বারক প্রদান করেন প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। পরে সম্মাননা স্বারকপ্রাপ্তরা অতিথিদের সাথে ফটাে সেশন করেন।

No comments

Leave a Reply

2 × two =

সর্বশেষ সংবাদ