Menu

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত

সোনাতলা সংবাদ ডটকম (পাভেল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধি): বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৩৫) বলে জানা গেছে।
আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি আটক করেছে পুলিশ।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দি জানান, শাজাহানপুর উপজেলার নয়মাইল যমুনা গ্যাস ফিল্ড থেকে এলপি গ্যাস সিলিন্ডার বোঝাই করে একটি ট্রাক (বগুড়া-ব-১১-১৫৯৩) বগুড়ার সারিয়াকান্দি যাওয়ার পথে আড়িয়া বাজার স্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ধানসিঁড়ি নামে একটি খালি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬০২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যায়। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি আটক করা হয়েছে।

No comments

Leave a Reply

3 × 5 =

সর্বশেষ সংবাদ