Menu

বগুড়ায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কাযক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ায় আকস্মিক ভাবে সফরে এলেন সরকারের অতিরিক্ত সচিব ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক(ম,শি,গ,সি)র রঞ্জিত কুমার দাস।গত ১০ই ফেব্রয়ারী বুধবার সন্ধায় রংপুর যাবার পথে হঠাৎ করে এসে বগুড়া মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যালয়ের অফিসে হাজির হয়ে সবাইকে চমকে দেন ৷ওই সময়ে অফিসের সহকারী প্রকল্প পরিচালক শ্রী সত্যজিৎ প্রামানিক,ফিল্ড সুপারভাইজার শ্রী সুমন কুমার বর্মন,মোঃ ওয়াদুদ হোসেন শেখ সহ অফিসের অন্যান্য সবাই উপস্থিত ছিলেন এবং তাৎনিকভাবে তাকে ফুলেল শুভেচ্ছাও জানান ৷এ সময়ে তিনি অফিসে সংক্ষিপ্ত ভাবে মতবিনিময় কালে এ জেলার শিক্ষা বিষয়কের উপর বিভিন্ন কার্যক্রমের খোঁজখবরও নেন।সে সময় অত্র অফিসের সহকারী প্রকল্প পরিচালক জেলার বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রমের চিত্র তুলে ধরেন অতিরিক্ত সচিবের নিকট ৷

No comments

Leave a Reply

three − two =

সর্বশেষ সংবাদ