সোনাতলা সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি): নিরাপদ সড়ক চাই, বগুড়া জেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান মাসে বগুড়া শহরের যানজট নিরসনের দাবিতে সোমবার বেলা ১২টায় বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ-এর বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই, বগুড়া জেলা কমিটির সভাপতি রোটারিয়ান মো. মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক মো. মাসুম আলম প্রমুখ। দাবি গুলো হলোঃ
শহরের সকল ফুটপাতকে দখলমুক্ত করে পথচারীদের চলাচলে উপযোগী করা, বগুড়ার মার্কেট গুলোর সামনে এবং গুরুত্বর্পণ এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করে সড়কে সকল যানবাহন চলাচলে গতি সঞ্চার করা, ট্রাফিক আইন মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধকরণে রমজান মাসে বিশেষ কিছু ক্যাম্পেইন পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা, সকল মোটরসাইকেল চালক এবং আরোহীকে হেলমেট ব্যবহার ও মোটরসাইকেলে একজনের বেশি আরোহী বহন না করার আইনটি বাস্তবায়ন করা, শহরের যানবাহনের শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থা জোরদার করা, ঈদের আগে এবং পরে গাড়ির টিকিট বিক্রির কালোবাজারী বন্ধকরণে বিশেষ অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়।
Leave a Reply