Menu

বগুড়ায় লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট লিঃ কর্মী সন্মেলন

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়ায় লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের উদ্যোগে গতকাল সোমবার দিনব্যাপী কর্মী সন্মেলন বিয়াম ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত হয়। সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাল তীর লাইভস্টক লিঃ এক্সিকিউটিভ ডাইরেক্টর ডাঃ কাজী এম ইমদাদুল হক। এ উপলক্ষে লাল তীর লাইভস্টক লিঃ ম্যানেজার সেলস অহিদুল আলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল তীর লাইভস্টক লিঃ জি এম (ফাইনান্স) শিবনাথ সাহা, লাল তীর লাইভস্টক লিঃ ম্যানেজার মার্কেটিং ও এক্সটেনশন এবং ট্রেনিং ডাঃ মোঃ রেজাউল আলাম, লাল তীর লাইভস্টক লিঃ এর ম্যানেজার একাউন্টস এন্ড ফাইনান্স সানোয়ার হোসাইন, লাল তীর লাইভস্টক লিঃ বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল-মাছুর, লাল তীর সীড লিমিটেড বগুড়া ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান, লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট লিঃ বগুড়া এরিয়া ম্যানেজার এক্সটেনশন এন্ড মার্কেটিং মোঃ মুহিববুল্লাহ, লাল তীর লাইভস্টক লিঃ এর অফিসার আসাদুল ইসলাম ও অহাব খন্দকার, লাল তীর সীড লিমিটেড এর পিডিএস ম্যানেজার এবং ট্রেনিং জহিরুল ইসলাম, পিডিএস ম্যানেজার ইমদাদুল হক, এ্যাসিসটেন্ট ম্যানেজার একাউন্টস এন্ড ফাইনান্স জাকির হোসেন প্রমূখ। সমগ্র সভাটি পরিচালনা করেন লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেড এর বগুড়া এরিয়া ম্যানেজার এক্সটেনশন এন্ড মার্কেটিং মোঃ মুহিববুল্লাহ।

No comments

Leave a Reply

1 + 5 =

সর্বশেষ সংবাদ