Menu

বগুড়ায় ৭টি হত্যা ও চাঁদাবাজি মামলার আসামী গ্রেফতার

সোনাতলা সংবাদ ডটকম (শাফায়াত সজল. বগুড়া সদর প্রতিনিধি): বগুড়ায় সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ীর জালে ধরা পড়লো ৭টি হত্যা ও চাঁদাবাজি মামলার আসামী খয়বর মেম্বার (৪৮)। সে বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বড়কুমিড়া এলাকার ইনতাজ আলীর পুত্র।
খয়বর পলাতক থাকায় পুলিশ তাকে বেশকিছুদিন ধরে খুজঁছিলো। কিন্তু বিধিবাম !! অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো তাকে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমবার হোসেন এর নেতৃত্বে এসআই আব্দুল গফুর, এএসআই মেহেদী হাসান, এরশাদ আলী, এটিএসআই বদিউজ্জামান,আব্দুর রহমান,সোহেল রানা ও আনিস সহ একদল পুলিশ তাকে গ্রেফতার করে ।

No comments

Leave a Reply

2 × 2 =

সর্বশেষ সংবাদ