Menu

বগুড়া ইভটিজিং প্রতিরোধ কমিটির সাংস্কৃতিক সম্পাদক সামাদ মাষ্টারের মৃত্যুতে শোক

সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): ইভটিজিং প্রতিরোধ জাতীয় কমিটি বগুড়া জেলা শাখা’র শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং গাবতলী কাগইল করুণা কান্ত উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রবীন শিক্ষক বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুস সামাদ মাষ্টার গত মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬কন্যা, ১পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদযোহর কাগইল হাইস্কুল মাঠে প্রথম জানাযা ও সাহাপুর সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে ২য় নামাযে জানাযা শেষে সাহাপুর গ্রামের বাড়ীতে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সর্ম্পন্ন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন বিবৃত্তি প্রদান করেছেন ইভটিজিং প্রতিরোধ জাতীয় কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি প্রভাষক আলহাজ্ব মোস্তাকিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আজিজ আহম্মেদ রুবেল, শাহানুর রহমান, সাধারন সম্পাদক সাংবাদিক আল আমিন মন্ডল বিপ্লব, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, সেকেন্দার আলী মুন্সি, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সরদার ও মিজানুর রহমান মিজান, সংগঠনের নেতা আব্দুস সালাম, সাইফুল ইসলাম, এ্যাডভোকেট আশরাফুল ইসলাম সুজা, ইউনুস আলী, মোস্তাফিজার রহমান, গুলশান আরা, অধ্যক্ষ আব্দুল মজিদ, সাংবাদিক নজরুল ইসলাম ও এমদাদুল হক প্রমূখ। এছাড়াও কণ্ঠশিল্পী আব্দুস সামাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মহান আল্লাহ পাকের নিকট তাঁর রুহের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ১নং কাগইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন ও বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট শহিদুল ইসলাম।

No comments

Leave a Reply

17 + 18 =

সর্বশেষ সংবাদ