সোনাতলা সংবাদ ডটকম (শিবগঞ্জ প্রতিনিধি): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক লিখিত চিঠির মাধ্যমে বগুড়া শিবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান, বগুড়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহ আলমকে জেলা বিএনিপর আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে অর্ন্তভূক্তি করা হয়েছে। এদিকে নব-নির্বাচিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মীর শাহে আলম এক বিবৃতিতে জেলা আহ্বায়ক কমিটিতে সদস্য হিসাবে অর্ন্তভূক্তি করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply