Menu

বগুড়া-সারিয়াকান্দী সড়কে ২’শ ৪১ কোটি টাকা বরাদ্দঃ গাবতলীতে আব্দুল মান্নান এমপিকে ফুলেল সংবর্ধনা

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, গাবতলী বগুড়া): বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) নির্বাচনী এলাকার সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সমউন্নয়নে বিশ্বাস করে। সে কারণেই তিনি সারাদেশে সমানভাবে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বগুড়া হতে সারিয়াকান্দী পর্যন্ত ২২কিঃমিঃ পুরানো সড়ক ভেঙে ২’শ ৪১ কোটি টাকা ব্যয়ে ফোরলেনের মতো প্রশ্বস্ত রাস্তা অচিরেই নির্মাণ কাজ শুরু করা হবে।

তিনি গতকাল মঙ্গলবার বগুড়া হতে সারিয়াকান্দী যাবার পথে গাবতলী পৌর সদরের খলিসাকুড়া নামকস্থানে যুবলীগ আয়োজিত ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দ্যেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতা নুরেজ্জামান সিদ্দিকী, উপজেলা যুবলীগের নেতা সাব্বির হাসান জাফরু পাইকার, পাপুল সরকার, সাবু, শাহআলম, শফিকুল, আপেল, তাহেরুল, সামু, রাব্বি, নাসিম, শামীম, কামাল পাশা, সাঈদ, রাশেদুল, লুৎফর, শাহানুর, মতিন, মামুন, মুঞ্জুরুল হক মুঞ্জু, লেমন,

ছাত্রলীগ নেতা আলামীন হোসেন পাপ্পু, রাকিব হাসান, আবু জাফর, জীম রহমান, রাব্বি, পিয়াস, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রবিন তরফদার, জননেত্রী শেখ হাসিনা পরিষদের আহবায়ক আরিফুর ইসলাম, যুগ্ম আহবায়ক শাহানুর, সাদেকুল ইসলাম রনি, মাহমুদুর হাসান রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

No comments

Leave a Reply

7 + eleven =

সর্বশেষ সংবাদ