Menu

বগুড়া-১ আসনের উপ নির্বাচনঃ বিএনপি’র মনোনয়নের দৌড়ে এগিয়ে জাকির

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়া-১ আসনের উপ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেতে পারেন বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। এমনটাই মানুষের মাঝে গুঞ্জন উঠেছে। জাকির সোনাতলা উপজেলা পরিষদের দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন।

বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম সম্প্রতি ফেসবুকের মাধ্যমে নিজে প্রার্থী না হওয়ার ঘোষনায় উঠে এসেছে বিএনপি নেতা একেএম আহসানুল তৈয়ব জাকিরের নাম।

এদিকে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানাগেছে, তৃনমূলের নেতাকর্মীরাও চাচ্ছেন সাবেক এমপি কাজী রাফকুল ইসলাম দলীয় মনোনয়ন না নিলে একেএম আহসানুল তৈয়ব জাকিরকে দেয়া হোক। তাতে দীর্ঘদিন ধরে হাতছাড়া আসনটি পূনরুদ্ধার হতে পারে।

গত ১৮ জানুয়ারী বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় শুন্য হয়ে যায় আসনটি। এরপর থেকে মনোনয়ন নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়। ইতোমধ্যে আওয়ামীলীগের প্রার্থী চুরান্ত করেছে দলটি।

আগামী ২৯ মার্চ বগুড়া-১ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

No comments

Leave a Reply

13 − ten =

সর্বশেষ সংবাদ