সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বর্তমান সরকার নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি আরও বলেন, মায়েরাই পারে একটি শিক্ষিত জাতি উপহার দিতে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে মা’দের আরও বেশি বেশি সময় দিতে হবে। শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার দেশে নারী শিক্ষার হার বাড়াতে মেয়েদের ডিগ্রী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছে। পাশাপাশি ছাত্রীদের ন্যায় ছাত্রদের উপবৃত্তি চালু করেছে। এছাড়াও সরকার শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে প্রাথমিক পর্যায় শতভাগ শিক্ষার্থীদেরকে উপবৃত্তির আওতায় এনেছে।
তিনি আজ সোমবার বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন।
আব্দুল মান্নান বলেন, একটি এলাকার উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া। এই সরকার ক্ষমতা গ্রহণের পর সোনাতলা-সারিয়াকান্দির প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের চেহারা পাল্টে গেছে।
ম্যানেজিং কমিটির সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মেজবাউল হক জুলু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফ্যাসিলিটিস বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মোহাম্মদ জিয়াউল করিম শ্যাম্পু, সহ-সভাপতি রোস্তম আলী মন্ডল, শামছুল হক মাষ্টার, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, অধ্যক্ষ আব্দুল মালেক, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, দিগদাইড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম সাজু তরফদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জোড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ মেহেদী হাসান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রভাষক আরিফুর রহমান পলাশ।
Leave a Reply