সোনাতলা সংবাদ ডটকম (বগুড়া প্রতিনিধি): বগুড়া শহর আওয়ামী লীগের আহবায়ক ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বলেছেন, বর্তমান আ’লীগ সরকার সারাদেশে সমউন্নয়ন করে যাচ্ছে। প্রতিটি স্কুলে অত্যাধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। যাতে করে শিক্ষার মনোরম পরিবেশ বজায় থাকে। গতকাল রবিবার গাবতলী সরকারী মডেল প্রাইমারী স্কুলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চাহিদাভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রকল্পের আওতায় ৯৯লাখ টাকা ব্যয়ে গাবতলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন (৪র্থতলা) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, স্কুলের প্রধান শিক্ষিকা সৈয়দা কোহিনুর আকতার বানু, শিক্ষক শাহাদৎ হোসেন, জুলিয়া জাফরীন, ছাত্রলীগ নেতা রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারিক এন্টার প্রাইজ আগামী একবছরের মধ্যে নির্মাণ কাজটি সম্পন্ন করবে।
Leave a Reply