বাঙালির শ্রেষ্ঠ নেতা
শেখ মুজিবুর রহমান,
বাঙালিদের মুক্ত করতে
শ্রেষ্ঠ তার অবদান।
বাঙালির যত অধিকার
সকল ক্ষেত্রে পদার্পণ তার,
অধিকার হাছিলের নায়ক তিনি
দূরান্ত সাহসের প্রতীক তিনি।
৭ই মার্চের সেই ভাষণ
বাঙালির প্রাণের স্পন্দন,
দামাল ছেলেদের করে আকর্ষণ
শ্রেষ্ঠ তোমার এই ভাষণ।
গুণেতেও শ্রেষ্ঠ তুমি
মনেতেও অনেক মহান,
তাই তো সবার কল্যাণে
নিজেকে করেছিলে উৎসর্গ।
এমন নেতারে মারলো যারা
এদেশের শত্রু তারা,
এমন খুনিদের এই পৃথিবীতে
কেউ করো না রক্ষা।
শতাব্দীর এই জন্ম দিনে
শুভ কামনা করি,
বাঙালির প্রতিটি নীড়ে
জন্ম হোক তোমারি।
শত কিংবা হাজার বছরেও
ভুলবো না মোরা মুজিব কে,
তুমিই তো হলে শ্রেষ্ঠ নেতা
থাকবে বাঙালির অন্তরে।
Leave a Reply