Menu

মহাস্থানে ঈদের ৪র্থ দিনেও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

সোনাতলা সংবাদ ডটকম (গোলাম রব্বানী সিপন, মহাস্থান প্রতিনিধি): ঈদের প্রথম দিনের মতো ৪র্থ দিনেও দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দর্শনীয়স্থান মহাস্থানগড়।
ঈদের ছুটিতে ঈদ উৎসব সারাদেশের মতো ভিড় জমেছে বিনোদন কেন্দ্র মহাস্থানগড়ের জাদুঘর এলাকায়। বুধবার ঈদের দিন থেকে এ ভিড় জমলেও শনিবার পর্যন্ত প্রাচীন পুণ্ড্রনগরী মহাস্থানগড়ে ভিড় বেড়েছে ঈদ আনন্দে আসা দর্শনার্থীদের। প্রতœতত্ত্ব সমৃদ্ধ প্রাচীন এ নগরীর পাশাপাশি স্বল্প দূরত্বে ছুটছেন বেহুলা লখিন্দরের বাসরঘর খ্যাত গোকুল মেড়, ভাসুবিহার, মহাস্থানগড়ের হযরত শাহ সুলতান (রহ:) মাহীসওয়ার এর মাজার স্থানগুলোতে আরও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। বিভিন্ন বয়সী নারী- পুরুষ, শিশু সবাই প্রাচীন সভ্যতার জ্ঞান লাভের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন। বিশেষ করে জাদুঘর চত্বরের গোবিন্দভিটা, ফ্রান্সের ভিটা নামক স্থানে হৈ হুলোড়ে মুখর ছিল চোখে পড়ার মোত। ঈদ আনন্দ ভোগান্তিমুক্ত রাখতে ট্যুরিস্ট পুলিশকেও তৎপর দেখা গেছে। এসবের পাশাপাশি অসংখ্য মানুষ ভিড় জমান নিকটবর্তী করতোয়া নদীর কোলঘেষা নতুন বিনোদন কেন্দ্রে।
সারা বছর কর্মব্যস্তার পর মানুষ চায় একটু প্রশান্তির ছোয়া তাই জীবনের বাড়তি আনন্দের আশায় সকাল থেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে আনন্দ আড্ডা আর খুনসুটিতে মেতে ওঠেন বিনোদনপ্রেমীরা। মহাস্থানগড়ের পশ্চিমপাশে গিয়ে দেখা যায়, কালিদহ ছায়া সুনিবিড় স্থানে বসে আপনজনদের নিয়ে সময় কাটাচ্ছেন অনেকেই। আবার কেউ কেউ নেচে গেয়ে ঘুরে ফিরে অনেক মজা করছেন। বগুড়ার মহাস্থানগড়ে শুধু ঈদ কিংবা বিশেষ কোন দিনেই নয়, সারা বছর এখানে বিনোদনপ্রেমী মানুষের ব্যাপক সমাগম ঘটে।

No comments

Leave a Reply

five + three =

সর্বশেষ সংবাদ