সোনাতলা সংবাদ ডটকম (সোনাতলা সংবাদদাতা): বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক মুক্তজমিন’ পত্রিকার সম্পাদক,বগুড়া জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগ-এর সদস্য প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন রানাকে স্বপরিবারে হত্যার হুমকিতে তীব্র নিন্দা ও খোব প্রকাশ করেছেন সোনাতলা প্রেসক্লাবের নের্তৃবৃন্দ। গতকাল শুক্রবার সোনাতলা অস্থায়ী প্রেসক্লাবে সকাল ১০টায় প্রেসক্লাবের আহবায়ক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গত ১৩মে সোমবার পোস্ট অফিসের মাধ্যমে দুইটি বেনামী চিঠির দিয়ে রানাকে স্বপরিবারে হত্যার হুমকি দাতা সংগঠনকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পত্রিকা প্রকাশার্থে ও সম্পাদকের পরিবারের নিরাপত্তা দানের জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান বক্তারা। শেষে হত্যার হুমকির ঘটনায় দুঃখ,তীব্র নিন্দা ও খোব প্রকাশ করে বিবৃতি প্রদান করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন মজনু,সাবেক সাধারন সম্পাদক আনারুল ইসলাম লিটন,সাংবাদিক লতিফুল ইসলাম,কাজী হাবিবুর রহমান,নিপুন আনোয়ার কাজল,বদিউদ জামান মুকুল,সোহেল হাসান হিটলু, আল মামুন, শামীম আকতার রতন, শামীম হোসেন সুজন, আবুল কালাম আজাদ,আবু হেলাল,জাহিনুর ইসলাম,শহিদুল ইসলাম শাহীন,রিমন আহম্মেদ বিকাশ,মাহমুদুলর রশিদ সোহেল,ইমরান হোসাইন লিখন,আব্দুর রাজ্জাক,আব্দুল করিম জামাল,খন্দকার ফয়সাল আহম্মেদ,মিনাজুল ইসলাম,আব্দুস সালাম,মিজানুর রহমান রনি ও আনোয়ার হোসেন রিপন।
Leave a Reply