সোনাতলা সংবাদ ডটকম (শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ট্রাফিক পুলিশ ফাড়ি থেকে ১০০গজ পশ্চিমে মমতার বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পি.এম ইমরুল কায়েস এ আদালত পরিচালনা করেন। গোপন সুত্রে জানতে পারে উক্ত মমতার বসতবাড়ীতে মমতা ও তার স্বামী দীর্ঘ দিন যাবৎ পতিতা দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করে আসছে। এই সুত্র ধরে অত্র আদালত মমতার বাড়ীর পতিতালয়ে অভিযান চালায়, কিন্তু মমতা কে না পেয়ে মমতার স্বামী আঃ হামিদ ৪৫, পিতা নিজাম উদ্দিন, গ্রাম শংকর পুর শিবগঞ্জ বগুড়া, ২ মাস, আর খদ্দের হায়দার আলী ৪০ পিতা নুরুল হক গ্রাম আলাদীপুর শিবগঞ্জ বগুড়া, ১ মাস, সাজা প্রদান করে। আর পতিতা মরিয়ম আক্তার মীম ২০ কুড়িগ্রাম তাহাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়। এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন, উঠতি বয়সের যুবকেরা বিপথ গামী হচ্ছে। তাই এই পতিতালয় যেন চিরতরে বন্ধ হয়ে যায় প্রশাসনসহ উর্দ্ধতন কতৃপক্ষের কাছে আমরা জোর দাবী জানাচ্ছি।
Leave a Reply