Menu

মোকামতলায় সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সোনাতলা সংবাদ ডটকম (মোকামতলা প্রতিনিধি): মোকামতলায় সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় বগুড়া-রংপুর মহাসড়কের রহবল বন্দরে মহাসড়ক পার হওয়ার সময় রংপুর থেকে রাজশাহী গামী দীপ পরিবহন ঢাকা মেট্রো-ব- ১৫-০২৯৪ পথচারী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের জুরি-মাঝপাড়া গ্রামের মৃতঃ আছালতের পুত্র ধান ব্যবসায়ী আলী আকবর (৬০)বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।পরে মোকামতলা ট্রাফিক পুলিশ মোকামতলা জয়পুর হাট মোড় নামক স্থান থেকে বাসটি আটক করে। এরিপোট লেখা পর্যন্ত বাসটি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

No comments

Leave a Reply

six + 19 =

সর্বশেষ সংবাদ