Menu

মোকামতলায় ২০১ বোতল ফেন্সিডিলসহ আটক-৩ -Sonatala Sangbad

সোনাতলা সংবাদ ডটকম (মোকাতলা প্রতিনিধি): মোকামতলায় ২০১ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রসূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিত্বে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই. আনিস সঙ্গীয় ফোর্স সহ গত রবিবার দিবাগত রাতে মোকামতলায় ঢাকাগামী একটি আলু বোঝাই পিক-আপ ভ্যানে তল্লাসী চালানো হয়।

এসময় আলুর বস্তার ভিতর থেকে ২০১ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের ফজুলর রহমানের ছেলে নুরুন্নবী (২৮)একই উপজেলার চৌড়িয়া গ্রামের মৃতঃ তহির উদ্দীনের ছেলে পিক-আপ ভ্যানের ড্রাইভার রায়হান কবির(২৪)এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার শিমুল বাড়ী গ্রামের মৃতঃ বকুলের ছেলে মেহেদুল ইসলাম(২৫)তাকে আটক করে।

এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

No comments

Leave a Reply

4 + 1 =

সর্বশেষ সংবাদ