Menu

রংপুর রাকাবের এজিএম মাহমুদুল অসুস্থদেখতে সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তারা

সোনাতলা সংবাদ ডটকম (প্রেস রিলিজ): রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আলহাজ¦ মাহমুদুল আলম ফুড পয়জনিং জনিত কারনে চরম অসুস্থ হয়ে পড়েছেন। খবরটি জানার পরেই গত রোববার রাত পৌনে ১০টায় বগুড়া শহরের রহমান নগরে তাঁর বাসায় দেখতে যান জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা এবং রাকাব গাবতলী শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম। এছাড়াও রাকাবের বিভিন্ন শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ, অফিসার্স এসোসিয়েশন ও সিবিএ এর নেতৃবৃন্দ তাঁকে দেখতে যান। এ সময় সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তারা-কর্মচারীরা তাঁর পাশে বেশ সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। সকলেই মহান আল্লাহ তায়ালার নিকট তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

No comments

Leave a Reply

nineteen + sixteen =

সর্বশেষ সংবাদ